করোনায় মৃত্যু ফের বেড়েছে বিশ্বজুড়ে

0 153

||বিদেশ-বিভূঁই প্রতিবেদন||

মহামারি করোনায় ধাক্কা সামাল দিতে হিমশিম খাচ্ছে পুরো বিশ্ব। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্ট ভাবিয়ে তুলেছে ক্ষমতাধর রাষ্ট্রগুলোর বিজ্ঞানীদেরও। মহামারি করোনাভাইরাসে বিশ্বে ২৪ ঘণ্টায় মৃত ও আক্রান্তের সংখ্যা বেড়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে নয় হাজার ২৯২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন চার লাখ ৭৩ হাজার ৭০৯ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মারা গেছেন মারা গেছেন ৪৭ লাখ ৩১ হাজার ৭০৯ জন এবং আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৮৪ লাখ ২৭৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ কোটি ৭৫ লাখ ৩৮ হাজার ৪২৪ জন।

এদিকে বাংলাদেশে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আক্রান্তের সংখ্যা কমেছে। অন্যান দেশের মতো বাংলাদেশও চলছে টিকা কার্যক্রম । ২২ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৯০ লাখ ৩১ হাজার ৮৯৬ জনে। এরই মাঝে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩৬ জন, আক্রান্ত হয়েছে ১৩৭৬ জন। সুস্থ হয়েছেন ১৪২৭ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৪৭ হাজার ১৭৬ জন। মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ৩১৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ০৬ হাজার ১৩৬ জন। আর ২২ সেপ্টেম্বর বগুড়ায় গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ১০ জন ( ২২৯ জনের নমুনায়) । মৃত্যের সংখ্যা ০১ জন এবং মোট সুস্থ হয়েছে ১২জন।

এসএ//এমএইচ

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More