||বিদেশ-বিভূঁই প্রতিবেদন||
ইউরোপের দেশগুলোতে আবারো বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। মার্চ-এপ্রিলের মধ্যে করোনায় ইউরোপে প্রায় ৭ লাখ মানুষের মৃত্যু হতে পারে এমনই আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।

মঙ্গলবার সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইউরোপীয় অঞ্চল এখনো মহামারির ‘জোরালো খপ্পরে’ রয়েছে। ইউরোপে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে বেশ চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।
সংস্থাটির পক্ষ থেকে বলা হচ্ছে, ইউরোপে দৈনিক মৃতের সংখ্যা ৪ হাজার ২০০ দাঁড়িয়েছে, যা গত সেপ্টেম্বর মাসে দৈনিক মৃত্যুর চেয়ে প্রায় দ্বিগুণ। অপরদিকে যুক্তরাজ্যসহ গোটা ইউরোপে মোট মৃত্যু ইতোমধ্যে ১৫ লাখ ছাড়িয়েছে।
ইউরোপের করোনা পরিস্থিতি ‘অত্যন্ত ভয়াবহ’ বলে ডব্লিউএইচও’র মতে, ইউরোপের ৫৩টি দেশের মধ্যে ২৫টি দেশেই করোনা পরিস্থিতি ‘অতিরিক্ত উদ্বেগজনক’। আগামী বসন্ত নাগাদ এসব দেশে মোট প্রাণহানি ২২ লাখ ছাড়াতে পারে। এ প্রসঙ্গে চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার বলেন, “ইউরোপ ও পূর্ব ইউরোপের দিকে ভ্যাকসিনের প্রতি তীব্র অনীহা রয়েছে। সেই কারণে এখানে করোনার প্রকোপ বেড়েছে। একইসঙ্গে মাস্ক নিয়ে অনীহাও দেখা যাচ্ছে।”
এসএ//এফএস