করোনার টিকা চললেও বিশ্বজুড়ে থামছে না সংক্রমণ ও মৃত্যু

0 147

||বঙ্গকথন প্রতিবেদন||

পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও থামছে না সংক্রমণ ও মৃত্যু। বিশ্বে করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসে নি। শুক্রবার বিশ্বে করোনায় শনাক্ত ছাড়িয়েছে ২৩ কোটি। মৃত্যু ছাড়িয়েছে ৪৭ লাখ। প্রতিদিনই এই সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরো ৮ হাজার ৬১৯ জন। একই সময় নতুন শনাক্ত হয়েছেন ৫ লাখ ১২ হাজার ৭৯৭ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মারা গেছেন মারা গেছেন ৪৭ লাখ ৪২ হাজার ৫২৯ জন, আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ১৩ লাখ ৮৫ হাজার ৫০৪ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ কোটি ৮০ লাখ ৫১ হাজার ৯০৫। দেশে গত ২৪ ঘন্টায় মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা কমেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে টিকা নিয়েছেন ৬ লাখ ১৯ হাজার ৬৭৩ জন।এ নিয়ে ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত দেশে করোনার টিকাগ্রহীতার সংখ্যা ৩ কোটি ৯৬ লাখ ৫১ হাজার ৫৬৯ জন। এরই মাঝে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২৪ জন, আক্রান্ত হয়েছে ১১৪৪ জন। সুস্থ হয়েছেন ১৬৫৩জন।এতে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৪৮ হাজার ৩২০ জন। মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ৩৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ০৭ হাজার ৭৮৯ জন।

এসএ//এমএইচ

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More