।।জেলা প্রতিবেদক নওগাঁ।।
নওগাঁর সাপাহারে অজ্ঞাত কারণে আট মাস বয়সী এক শিশু মারা যায়। পরে তার নমুনা সংগ্রহ করে আরটি পিসিআর ল্যাবে পাঠানো হয়। এক সপ্তাহ পর পরীক্ষার ফল এলে দেখা যায়, শিশুটি করোনা পজিটিভ ছিলেন। করোনায় ৮ মাসের শিশুর মৃত্যুর খবরটি চাঞ্চল্য সৃষ্টি করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২ জুন সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটি মারা যায়। এক সপ্তাহ পর ৯ জুন নমুনা পরীক্ষার রিপোর্ট এলে তার করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়।
সাপাহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন জানান, গত ৩১ মে সকাল ৭টার দিকে সাপাহার থানার এক নারী পুলিশ সদস্য তার ৮ মাস বয়সী ডায়রিয়া আক্রান্ত ছেলেকে হাসপাতালে আনেন। ২ জুন শিশুটি মারা যায়। ডা. রুহুল আমিন বলেন, বাচ্চাটির আকস্মিক মৃত্যুর কারণ নিয়ে সংশয় দেখা দিলে হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠায়। ৯ জুন শিশুটির করোনা পজিটিভ রিপোর্ট আসে। শিশুটির পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা করা হবে বলেও জানান ডা. রুহুল আমিন।
এসএফ