করোনাভাইরাসও দেশের অগ্রযাত্রা ঠেকাতে পারে নি, বললেন প্রধানমন্ত্রী

0 419

||বঙ্গকথন প্রতিবেদন||

দেশের অগ্রযাত্রা কেউ ঠেকাতে পারবে না। করোনাভাইরাস যেহেতু পারে নাই, আর কেউ পারবে না। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বঙ্গবন্ধু গবেষণা ও ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে কৃতি গবেষকদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান তুলে দেয়া হয়।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, জোর করে যারা ক্ষমতা দখল করতে চায় তারা কখনই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি চায় না। ক্ষমতায় এসে আওয়ামী লীগই শিক্ষা প্রতিষ্ঠানে অনুকূল পরিবেশ তৈরি করেছে বলে জানান তিনি। মার্চের শেষেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জনগণের কথা মাথায় রেখেই গবেষকদের গবেষণার কাজ করার আহবানও জানান শেখ হাসিনা।

এমএইচ//

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More