||বঙ্গকথন প্রতিবেদন||
‘নগর বাউল’ খ্যাত সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে বাংলালিংকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বুধবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে মামলা দায়ের করেন তিনি।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল জানান, টেলিকমিউনিকেশন কোম্পানি বাংলালিংক গত ১৪ বছর যাবৎ বাণিজ্যিকভাবে ওয়েলকাম টিউন ও বিজ্ঞাপনে জেমসের অসংখ্য গান ব্যবহার করে আসছে। কয়েক দফা যোগাযোগ করা হলেও বাংলালিংক কর্তৃপক্ষ জেমসের সাথে কোন চুক্তি করেননি এমনকি নেননি কোন অনুমতিও। বাংলালিংকের এই কর্মকাণ্ড কপিরাইট আইন ভঙ্গের শামিল। এ কারণে জেমস এই মামলা দায়ের করেছেন।
গত ১৯ সেপ্টেম্বর মামলা করতে আইনজীবীকে সঙ্গে নিয়ে আদালতে এসেছিলেন জেমস। আদালত তাকে সংশ্লিষ্ট এলাকার থানায় মামলা দায়েরের পরামর্শ দেন ৷
এসএ//আরজে