|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) করোনার নতুন ধরন ওমিক্রন মারাত্বক হবে এমনটি মনে করছে না। এবারে নতুন এ ধরনে মানুষ আক্রান্ত হলেও তা খুব বেশি অসুস্থ করতে পারবে না।
মঙ্গলবার এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সেকেন্ড-ইন-কমান্ড বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, জিনগত রূপ পরিবর্তন করে আসা নতুন এ ধরন সম্পর্কে এখনো অনেক কিছুই অজানা থাকলেও প্রাথমিকভাবে হাতে আসা তথ্য-উপাত্ত ইঙ্গিত দিচ্ছে, ডেলটা কিংবা করোনার অন্য ধরনগুলোর চেয়ে ওমিক্রন মানুষকে বেশি অসুস্থ করতে পারবে না।
আর এই ওমিক্রনের পক্ষে পূর্ণ ডোজ টিকার সুরক্ষা ভেদ করা প্রায় অসম্ভব ব্যাপার।
সংস্থাটির জরুরি সেবা বিষয়ক পরিচালক মাইকেল রায়ান বলেন, প্রাথমিকভাবে আসা তথ্য-উপাত্ত করোনার নতুন এ ধরন গুরুতর অসুস্থতার কোনো ইঙ্গিত দিচ্ছে না। আমাদের হাতে আছে উচ্চমাত্রার কার্যকর টিকা। গুরুতর অসুস্থতা কিংবা হাসপাতালে ভর্তি হওয়ার দিক বিবেচনায় এ পর্যন্ত আসা করোনার সব কটি ধরনের ক্ষেত্রে এসব টিকায় সুরক্ষার বিষয়টিও প্রমাণিত। তবে করোনার সকল ধরনের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর অস্ত্র টিকা।
জেটি//এফএস