|| বঙ্গকথন প্রতিবেদন ||
এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর আগেই পরীক্ষার্থীদের অগ্রাধিকারের ভিত্তিতে করোনার টিকা কার্যক্রম শেষ করা হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সোমবার (১ নভেম্বর) রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বেলুন উড়িয়ে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে উদ্বোধনীতে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, স্কুলশিক্ষার্থীদের টিকার জন্য রাজধানীতে আটটি কেন্দ্র করা হয়েছে। কেন্দ্রগুলোতে প্রতিদিন পাঁচ হাজার শিক্ষার্থীকে টিকা দেয়া হবে। এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের অগ্রাধিকার পাশাপাশি অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীদেরও টিকা দেয়া হবে।
এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দেশে পর্যাপ্ত ফাইজারের টিকা আছে, পাইপলাইনে আরো আছে। সারা দেশে সব শিশুকে টিকা দিতে তিন কোটি টিকা প্রয়োজন হবে। বাংলাদেশের একজন শিক্ষার্থীও টিকার বাইরে থাকবে না।
এসএ//এমএইচ