এবছর আইপিএলে ৫টি রেকর্ড গড়ার অপেক্ষাই কোহলি

0 379

||খেলার মাঠ প্রতিবেদন||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকে খেলছেন বিরাট কোহলি। শুরু থেকেই আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। সময়ের পরিক্রমায় তরুণ ব্যাটসম্যান থেকে ভিড়েছেন বিশ্বসেরার কাতারে। সামলাতে হচ্ছে বেঙ্গালুরু অধিনায়কের দায়িত্বও। গড়েছেন অনেক রেকর্ড। এবছর আরসিবির হয়ে ওপেন করতে চলেছেন কোহলি। অধিনায়ক হিসেবে কোহলির আইপিএল রেকর্ড ভালো না হলেও ব্যাটসম্যান হিসেবে দখলে রয়েছে একাধিক আইপিএল রেকর্ড।

আইপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন তিনি। আসন্ন আইপিএলে ব্যাট হাতে ধারাবাহিকতা বজায় রাখলে আরো বেশ কয়েকটি রেকর্ড চলে আসতে পারে কোহলির দখলে।

দেখে নেওয়া যাক আইপিএল-২০২১-এ নতুন যে রেকর্ডগুলো গড়তে পারেন আরসিবি অধিনায়ক__ ১. ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ১০ হাজার টি-২০ রান থেকে ২৬৯ রান দূরে দাঁডি়য়ে বিরাট কোহলি। ২. ২০২১ আইপিএলে ৮টি ম্যাচ খেললেই ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ২০০ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন আরসিবি অধিনায়ক। ৩. ১২২ রান করলে কোহলি ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ৬০০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলবেন। ৪. ৬টি ইনিংসে ৫০ রানের গণ্ডি টপকাতে পারলে আইপিএলে মোট ৫০ বার ৫০ রানের গণ্ডি টকপানোর ইতিহাস গড়বেন বিরাট। ৫. ৪টি ইনিংসে ৫০ রানের গণ্ডি টপকাতে পারলে আরসিবির হয়ে আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ মিলিয়ে মোট ৫০ বার ৫০ রানের গণ্ডি টকপানোর নজির গড়বেন কোহলি।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More