করোনার সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত বিধিনিষেধের কারণে আগামী বুধবার থেকে এক সপ্তাহ শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকতে পারে। কারণ, এ সময়ে ব্যাংক বন্ধ রাখার কথা বলা হয়েছে সরকারি নির্দেশে। আজ সোমবার সরকার এ–সংক্রান্ত নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
নির্দেশনা জারির পর শেয়ারবাজারের লেনদেনের বিষয়ে জানতে চাইলে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম বলেন, ‘আমাদের সিদ্ধান্ত ব্যাংক খোলা থাকলে শেয়ারবাজারও খোলা থাকবে। আর ব্যাংক বন্ধ থাকলে লেনদেনও বন্ধ থাকবে।’
তবে শিল্প কারখানা চালু থাকায় ব্যাংকিং কার্যক্রম সীমিত আকারে হলে, শেয়ারবাজার নাও খোলা থাকতে পারে।