ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসেমারা গেছে দুই লাখ ১৫ হাজার ৫২৩ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন লাখ ৯২ হাজার ৫৬২ জন এবং মারা গেছে তিন হাজার ৬৮৮ জন।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সারা ভারতের মতো অস্বাভাবিক অবস্থা তৈরি হয়েছে উড়িষ্যাতেও। সেই সংক্রমণ ঠেকাতে ১৪ দিনের লকডাউন জারি করল উড়িষ্যা সরকার। ৫ মে থেকে ওই রাজ্যে শুরু হবে লকডাউনের কড়াকড়ি। আর সেটা চলবে ১৯ মে পর্যন্ত।
১৪ দিনের এই লকডাউনে স্বাস্থ্যকর্মী এবং জরুরি পরিষেবার কর্মীরা রয়েছে বিধিনিষেধের বাহিরে।কিন্তু সাধারণ মানুষকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হবে বাড়ি থেকে ৫০০ মিটারের মধ্যে।
প্রসঙ্গত, উড়িষ্যায় গত কয়েকদিনে দৈনিক আক্রান্ত হচ্ছিল ৭-৮ হাজারের বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৪১৩ জন আক্রান্ত হয়েছে রাজ্যেটিতে। সেখানে সক্রিয় রোগীর সংখ্যা ৬১ হাজার ছাড়িয়ে গেছে।