উল্লাপাড়ায় জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মী আটক

0 176

।।জেলা প্রতিবেদক সিরাজগঞ্জ।।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গোপন বৈঠক চলাকালে জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মী আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে পৌর এলাকার ঝিকিড়া থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, নাশকতা সৃষ্টির জন্য জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পুলিশ অভিযান চালায়। এসময় উপজেলা জামায়াত ও শিবিরের বিভিন্ন পদে দায়িত্বরত একাধিক নেতাসহ বেশ কয়েকজন কর্মীকে আটক করা হয়। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বিপক কুমার দাস বলেন, বেশ কয়েকটি হকিস্টিক, দেশীয় অস্ত্র ও জিহাদি বইসহ জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

এসএফ

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More