||খেলার মাঠ প্রতিবেদন||
আবার জয়ের ধারায় ফিরলো লাতিন আমেরিকান জায়ান্ট ব্রাজিল। এক ম্যাচ ড্রয়ের পর উরুগুয়েকে ৪-১ গোলে হারালো সেলেসাওরা। এরমধ্যে দলের জন্য দুটি গোল করেছেন রাফিনহা।
ঘরের মাঠে বিশ্বকাপের বাছাই পর্বের এই ম্যাচে প্রথম ১০ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। দারুণ ফিনিশিংয়ে গোল স্কোরের সংখ্যা বাড়ান নেইমার। পরের ১০ মিনিটের মধ্যে রাফিনহার গোলে ২-০ তে এগিয়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিরতির পর নিজের ঝুলিতে দ্বিতীয় গোল নিয়ে নেন রাফিনহা। দল এগিয়ে যায় ৩-০ তে। ৭৭ মিনিটে লুইস সুয়ারেজের গোলে উরুগুয়ে ব্যবধান কমাতে শুরু করলেও আর বেশি এগুতে পারে নি তারা। শেষমেষ গ্যাব্রিয়েল বারবোসার গোলে ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় ব্রাজিলের। এই জয়ের ফলে ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরো মজবুত হলো ব্রাজিলের।
এমএইচ//