ঈদ কবে নির্ধারণে চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়

0 329

।।বঙ্গকথন প্রতিবেদন।।

১৪৪২ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে আজ সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর কোন দিন হবে তা জানা যাবে এ বৈঠকের পর। বুধবার ১২ মে সন্ধ্যা ৭টায় বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য ধর্মসচিব মো. নুরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুশফিকুর রহমান, দেশের বরেণ্য আলেমসহ চাঁদ দেখা কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত থাকবেন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়।

টেলিফোন নম্বর ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ ফ্যাক্স নম্বর ৯৫৬৩৩৯৭ ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার ১৩ মে ঈদ। আর বুধবার চাঁদ দেখা না গেলে রোজা ৩০টি পূর্ণ হবে। সে হিসেবে শুক্রবার ১৪ মে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এদিকে সৌদি আরবে মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইউরোপসহ বিশ্বের অনেক দেশে বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

এসএফ

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More