||ধর্ম-বিধান প্রতিবেদক||
দেশের আকাশে কোথাও বৃহস্পতিবার রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায় নি। সেক্ষেত্রে এবার হিজরি বর্ষপঞ্জির চলমান সফর মাস শুক্রবার শেষ হবার পর শনিবার শুরু হচ্ছে রবিউল আউয়াল মাস। আর মুসলমানদের অন্যতম ধর্মীয় আয়োজন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী এবার উদযাপন হবে ২০ অক্টোবর।
রবিউল আওয়াল মাসের চাঁদ দেখা প্রসঙ্গে বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠক চলাকালে দেশের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় এবার সফর মাস ত্রিশ দিনে পূর্ণ হচ্ছে বলে জানান কমিটির সদস্য। সে হিসেবে ১৪৪৩ হিজরির পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন হবে আগামী ২০ অক্টোবর।
ঈদ-ই-মিলাদুন্নবী মুসলমানদের কাছে অত্যন্ত মর্যাদপূর্ণ একটি উদযাপন। হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মদিনের আনন্দোৎসব মুসলমানদের কাছে ঈদ-ই-মিলাদুন্নবী হিসেবে যুগ যুগ ধরে উদযাপিত হচ্ছে। বিশ্বব্যাপী মুসলমানরা ১২ রবিউল আউয়াল মহানবীর জন্ম ও মৃত্যু (ওফাত) দিবস হিসেবে পালন করে থাকেন। ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে বাংলাদেশেও সাধারণ ছুটি থাকে।
এসএ//এমএইচ