ঈদে সুবিধা বঞ্চিত মেয়েরা পাবে নুসরাত ফারিয়ার দুই শতাধিক পোশাক

0 163

ঢাকাই হোক কিংবা কলকাতা দুই চলচ্চিত্র জগতেই নুসরাত ফারিয়া বেশ জনপ্রিয়।তার দক্ষ অভিনয়ের মধ্যে দিয়ে বেশ সুনাম অজর্ন করেছেন এই নায়িকা। নিয়মিত অভিনয় চালিয়ে যাচ্ছেন তিনি।

শুটিংয়ের জন্য এবং দেশে বিদেশে কেনাকাটা করতে পছন্দ করেন ফারিয়া। এই সুবাদে বেশিরভাগ পোশাক ও জুতা ব্যবহার না হবার কারনে ঘরেই পরেই রয়েছে তা। অনাদরে নষ্ট না করে এসব কাপড় তিনি সমাজের নিম্ন আয়ের মানুষদের মধ্যে দিয়ে দিতে চান।

রাজধানীর ঢাকা উদ্যানে বস্তির সুবিধা বঞ্চিতদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা সংগঠন সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশনের মাধ্যমে তা-আগামী কোরবানির ঈদে তুলে দেওয়া হবে। সংগঠনের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন’র প্রধান সমন্বয়ক মোস্তাফিজুর রহমান বলেন, ‘তারকা শিল্পীরা সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ালে সাধারণ মানুষজন উৎসাহিত হন। এ কারণে আমরা জনপ্রিয় এই শিল্পীকে বিষয়টি জানিয়েছিলাম। তিনি আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। নুসরাত ফারিয়াকে ধন্যবাদ।’

তিনি আরও জানান, ‘দশ টাকায় কাপড়’ নামের বিশেষ প্রকল্পে এগুলো বস্তির মানুষের মাঝে বিতরণ করা হবে।

এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া জানান, ‘উদ্যোগটি আমার খুবই ভালো লেগেছে। ঘরে ফেলে না রেখে পোশাকগুলো যদি কারো কাজে লাগে তবে তারচে আর আনন্দ কিসে। আমি যখন শুনলাম, তাদের এই প্রকল্পে এ ধরনের পোশাকই সংগ্রহ করা হচ্ছে তখনেই রাজি হয়ে গেলাম।’

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More