||বঙ্গকথন প্রতিবেদন||
বগুড়ায় ৮৮ পিস ইয়াবা ট্যাবলেটসমেত আবদুল গফুর মন্ডল (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। রোববার বিকেলে সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গফুর উপজেলার হরিনা মন্ডলপাড়া এলাকার জামাল মন্ডলের ছেলে।

র্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির কমান্ডার সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৮৮ পিস ইয়াবা এবং মোবাইলসহ গফুরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াবা বগুড়ার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাতে তাকে সারিয়াকান্দি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
এমএইচ//