|| বঙ্গকথন প্রতিবেদন ||
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনকালীন সরকার গঠনসহ ৩ প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)।
এছাড়া সার্চ কমিটি গঠনে ৫ জনের নাম প্রস্তাব করেছে দলটি। প্রস্তাবিত নামের মধ্যে ২ জন প্রখ্যাত অধ্যাপক, একজন সাবেক নির্বাচন কমিশনার, একজন সাবেক সেনাকর্মকর্তা ও একজন সাবেক আইজিপি রয়েছেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাধীন, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন। সংলাপের ষষ্ঠ দিনে বুধবার রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা জানান বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রতিনিধি দলের সদস্যরা। এর আগে বুধবার বিকেল সাড়ে তিনটায় বঙ্গভবনে প্রবেশ করেন বিএনএফের ৭ সদস্যের প্রতিনিধি দল।
জেটি//এফএস