||বিদেশ-বিভূঁই প্রতিবেদন||
সামরিক জান্তাশাসিত মিয়ানমারে বিদ্রোহী গ্রুপের সঙ্গে সংঘর্ষে সেনাবাহিনীর ৩০ সদস্য নিহত হয়েছেন। দেশটির মান্দালাই শহরের ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাগাইং অঞ্চলে এই সংঘর্ষ হয়।

বার্তা সংস্থা ‘এএনআই’ বলছে, ইরাবতী নদীর তীরে অবস্থিত সাগাইং অঞ্চলে মিয়ানমারের সামরিক বাহিনী অভিযান শুরু করার পর বিদ্রোহীদের সাথে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ৩০ জন বার্মিজ সেনা নিহত হয়েছেন। পিডিএফের একজন মুখপাত্র জানিয়েছেন, এই সংঘর্ষের সময় পেল শহরের বাইরে মিয়ানমারের সামরিক বাহিনীর কনভয় ল্যান্ডমাইনের কবলে পড়ে। সেসময় একজন কমান্ডারসহ সরকারি বাহিনীর ৩০ সেনা নিহত হন।
তিনি আরো জানান, রোববার (১০ অক্টোবর) থেকে মিয়ানমারের সামরিক বাহিনীর ওই কনভয়ের অপেক্ষায় ছিলেন তারা। কারণ সরকারি বাহিনীর একজন সিনিয়র কমান্ডার (অভিযান চালাতে) এদিকে আসার কথা বলেছিলেন। এ ব্যাপারে এর বেশি কিছু এখনো গণমাধ্যমকে জানাচ্ছে না মিয়ানমার সেনাবাহিনী।
এমএইচ//