ইরানের প্রথম প্রেসিডেন্ট আবুল হাসান মারা গেছেন প্যারিসে
||বিদেশ বিভূঁই প্রতিবেদন||
ইরানের প্রথম প্রেসিডেন্ট আবুল হাসান বানিসদর মারা গেছেন। শনিবার (৯ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় প্যারিসের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা বলছে, আবুল হাসান দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। শনিবার দক্ষিণ-পূর্ব প্যারিসের স্যালপেট্রায়ার হাসপাতালে মারা যান ইরানের এই সাবেক প্রেসিডেন্ট। আবুল হাসানের পরিবারও এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
১৯৩৩ সালের ২২ মার্চ ইরানের পশ্চিমাঞ্চলের হামাদানের কাছে একটি গ্রামে আবুলহাসানের জন্ম। তিনি ছিলেন লিবারেল ইসলামের সমর্থক। মাত্র ১৭ বছর বয়স থেকেই জাতীয়তাবাদী নেতা মোহাম্মদ মোসাদেদের ন্যাশনাল ফ্রন্ট অব ইরানের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি ১৯৭৯ সালের বিপ্লবের পর ইরানের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। পরে দেশ ছেড়ে পালিয়ে যান দেশটির সাবেক এই রাষ্ট্রপ্রধান।
এমএইচ//