|| বঙ্গকথন প্রতিবেদন ||
বগুড়ার সোনাতলা পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৯টায় পৌরসভার ১১টি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম-এ এই ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন পৌর এলাকার ১৯ হাজার ৫২৩ জন ভোটার।
নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত সাহিদুল বারী খান, বর্তমান মেয়র জাহাঙ্গীর আলম নান্নু এবং স্বতন্ত্র প্রার্থী একেএম শাকিল রেজা। সাধারণ কাউন্সিলর পদে ৪০ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২০০১ সালে গঠিত এই পৌরসভায় সীমান্ত জটিলতায় ২০১৬ সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার চলছে সোনাতলা পৌরসভার দ্বিতীয় নির্বাচন।