ইনজুরিতে লিওনেল মেসি

0 305

||খেলার মাঠ প্রতিবেদন||

লিগ ওয়ানের সবশেষ ম্যাচে লিওঁর বিপক্ষে লিওনেল মেসিকে ৭৬ মিনিটে মাঠ থেকে তুলে নেন প্যারিস সেন্ট জার্মেই কোচ মাউরিসিও পচেত্তিনো। এতে অবশ্য ভক্ত-সমর্থকদের রোষানলে পড়েছিলেন কোচ। যদিও পরবর্তীতে কোচ জানান, চোট থেকে রক্ষা করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অবশেষে কোচের আশঙ্কাই সত্যি হল, বাঁ হাঁটুতে চোট পেয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। এত আগামী ম্যাচ মেৎজের বিপক্ষের ম্যাচ থেকে ছিটকে গেলেন ছয়বারের বর্ষসেরা ফুটবলার। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) পিএসজি কোচ পচেত্তিনো মেসির ইনজুরির বিষয়টি নিশ্চিত করেন।

আজ পিএসজি তাদের সকল খেলোয়াড়ের চোট নিয়ে সর্বশেষ তথ্য জানায়। সেখানে বলা হয়, লিওনেল মেসি গত ম্যাচে লিওঁঁর বিপক্ষে বাম হাঁটুতে চোট পেয়েছিলেন। সেজন্য মঙ্গলবার তার পায়ের এমআরআই পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার ফলাফলে মেসির হাড়ে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। পিএসজির বিবৃতিতে আরও বলা হয়, আগামী ৪৮ ঘণ্টায় মধ্যে আরেকটি পরীক্ষা করা হবে। তার ওপর ভিত্তি করে জানা যাবে চোট কতোটা গুরুতর। তবে ​আপাতত এক ম্যাচ দর্শক হয়ে থাকতে হচ্ছে সাবেক বার্সা ফরোয়ার্ডকে।

এমএইচ//

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More