ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় বগুড়ার শিবগঞ্জে চার শতাধিক ব্যক্তির নামে মামলা

0 157

|| উপজেলা প্রতিবেদক, শিবগঞ্জ (বগুড়া) ||

বগুড়ার শিবগঞ্জে ভোটকেন্দ্রে হামলা, ভাঙ্গচুর ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় দুই চেয়ারম্যান প্রার্থীসহ ৪শ’ জনের নামে মামলা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম।

এ ঘটনায় ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আনিছুর রহমান বাদি হয়ে শিবগঞ্জ থানায় শুক্রবার (১২ নভেম্বর) মামলা দায়ের করেন। মামলায় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১১ নভেম্বর) শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষে নির্বাচনী সরঞ্জাম নিয়ে প্রিসাইডিং অফিসারসহ ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ ও আনসার সসদ্যরা ২টি ভটভটিযোগে রওনা দেন।

এ সময় পরাজিত চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন টুটুল ও মোতাহার হোসেনের কর্মী সমর্থকরা ভোটকেন্দ্রে হামলা করে ৬টি ফাঁকা ব্যালট বাক্স ছিনিয়ে নেয় এবং ভটভটি ও পুলিশের মোটরসাইকেলও ভাঙ্গচুর করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রিসাইডিং অফিসারের নির্দেশে পুলিশ ২০৫ রাউন্ড গুলি বর্ষণ করে। অবরুদ্ধ অবস্থায় পুলিশ ও ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্ধার করে।

জেটি// আরজে

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More