||বাণিজ্য-অর্থনীতি প্রতিবেদন||
বুধবার সন্ধ্যায় ইউনিয়ন ব্যাংকে ভল্টের টাকার হিসাবের গরমিলের ব্যাখ্যা চেয়েছে ব্যাংলাদেশ ব্যাংক। সেই সাথে ঘটনার সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের খুঁজে বের করতে নিদের্শ দিয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র বলছে, গত সোমবার ইসলামি শরিয়ায় চালিত ইউনিয়ন ব্যাংকে পরিদর্শনে গিয়ে বাংলাদেশে ব্যাংকের কর্মকর্তাদের অনুসন্ধানে উঠে আসে, শাখাটির নথিপত্রে দেখানো হয়েছে ভল্টে ৩১ কোটি টাকা রয়েছে কিন্তু হিসাব করে মেলে ১২ কোটি টাকা। বাকি ১৯ কোটি টাকা সর্ম্পকে সঠিক কোনো তথ্য দিতে পারেনি শাখাটির কর্মকর্তারা। এ সর্ম্পকে উক্ত শাখা থেকে জানানো হয়েছে, ব্যাংকের কাজ-কর্ম শেষ হবার পর ভিআইপি একজন গ্রাহককে ভল্ট খুলে ১৯ কোটি দিয়েছেন তারা । কিন্তু ব্যাংকের এবং কেন্দ্রীয় ব্যাংকের সিস্টেম বন্ধ হবার কারনে হিসাবটি সমন্বয় করা হয় নি। নিয়ম অনুযায়ী, ভল্টের হিসাবে গরমিল হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর কথা থাকলেও বুধবার পর্যন্ত এ তথ্য জানান নি তারা। তবে ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এসএ//এমএইচ