আসছে ঈদের বিশেষ নাটক ‘যদি কোনোদিন’

0 168

অপূর্ব-মেহজাবীন বিনোদন জগতের আলোচিত জুটি। বরারবই জনপ্রিয়তার শীর্ষে তাদের অভিনীত নাটক। বিশেষ দিবসে তাদের অভিনীত নাটকের অপেক্ষায় থাকে বিনেদোন প্রেমিরা। আসছে ঈদুল আজহাতেও বড় চমক নিয়ে হাজির হচ্ছে ছোট পর্দার বড় জুটি অপূর্ব-মেহজাবীন।

মিজানুর রহমান আরিয়ান নির্মাণ করেছেন ‘যদি কোনোদিন’ নামের বিশেষ নাটক। নাটকটিতে দেখা যাবে জনপ্রিয় এই জুটিকে। এমভি’র ব্যানারে নির্মিত এই নাটকের গল্পটি বেশ আলাদা। গান থাকছে দুটি। চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই।

নির্মাতা আরিয়ান জানান, ‘গল্পটি ভালো। শুটিংটাও ভালো করেছি। আর পাত্র-পাত্রীর অভিনয় প্রসঙ্গে তো নতুন করে কিছু বলার নেই। ভালো কিছুই হবে আশা করছি।’

অপূর্ব জানান, এতে তিনি অভিনয় করেন কার্ডিয়াক সার্জন ডা. সানিয়াত হোসাইনের চরিত্রে।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে কোরবানির ঈদের বিশেষ চমক হিসেবে ‘যদি কোনোদিন’ উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More