|| বঙ্গকথন প্রতিবেদন ||
পরবর্তী প্রজন্মকে ভালো মানুষ ও দায়িত্বশীল বিশ্বনাগরিক হিসেবে গড়ে তুলতে আগামীর শিক্ষা ব্যবস্থায় আরো সমৃদ্ধ করতে হবে তথ্যপ্রযুক্তির ব্যবহার বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি ।
‘ফিউচার অব এডুকেশন’ শীর্ষক এক প্রতিবেদনের প্যানেল আলোচনায় এসব কথা বলেন তিনি । ফ্রান্সের প্যারিসে ইউনেস্ক সদর দপ্তরে আয়োজিত ৪১ তম জেনারেল কনফারেন্সে উত্থাপিত ওই প্রতিবেদনের পর্যালোচনায় মন্ত্রী আরো বলেন, ভবিষ্যতে আমাদের নিয়ন্ত্রণ করবে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ ’। কিন্তু বিশ্বের অনেক উন্নয়নশীল দেশের সাথে প্রযুক্তিগত বৈষম্যের কারনে এক ধরনের ডিজিটাল গ্যাপ তৈরী হচ্ছে । তাই, উন্নয়নশীল দেশগুলোতে দ্রুত ভৌত অবকাঠামো উন্নয়নে প্রয়োজন ব্যপক প্রযুক্তিগত সহযোগিতা বলেও মন্তব্য করেন দীপুমনি ।
ভবিষ্যতে শিক্ষাব্যবস্থার রূপরেখা তুলে ধরে শিক্ষামন্ত্রী আরো বলেন, বিশ্বের লাখো মানুষের মৌলিক শিক্ষা নিশ্চিত করতে যদিও ইউনেসকো ব্যাপক অগ্রগতি অর্জন করেছে, যার ফলে মানবসভ্যতা বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিতে আরো এগিয়ে যাবে । আর একমাত্র সঠিক শিক্ষাই তা নিশ্চিত করতে পারবে।
জেটি// আরজে