||বাণিজ্য-অর্থনীতি প্রতিবেদক||

আগামী একমাস পেঁয়াজের বাজার নাজুক থাকবে, তবে বাজারে এখন যে দাম আছে তার চেয়ে বেশি হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সোমবার (১১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে চার পণ্যের দাম বৃদ্ধি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেন।
টিপু মুনশী বলেন, পেঁয়াজের দাম যাতে না বাড়ে সেজন্য ব্যবসায়ীদের সাবধান করা হয়েছে। তেল ও চিনির দামও নির্ধারণ করে দেয়া হয়েছে। সরকারি নির্দেশ অমান্য করে কেউ দাম বাড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এসব পণ্যের দাম নিয়ন্ত্রণে শুল্ক কমাতে জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করা হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
এমএইচ//