||সংস্কৃতির মঞ্চ প্রতিবেদন||
আরিয়ানের শৈশবের খেলার সঙ্গী ছিলেন বলিউডের নামী পরিচালক করন জোহর। আরিয়ান খানকে নিজের ছেলে বলেন তিনি। তার আত্মজীবনী ‘অ্যান আনস্যুটেবল বয়’-তে শাহরুখের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতার কথাও লিখেছেন করন। প্রমোদতরীর মাদক পার্টিতে অংশ নেয়ার পর শাহরুখপুত্র আরিয়ান ৩ অক্টোবর গ্রেফতার হন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি)। এরপর থেকেই শাহরুখের সাথে যোগাযোগ শুরু করেন করন।
ঘটনার পর থেকে ছেলের জামিনের চেষ্টায় আছেন শাহরুখ খান। শুরু থেকে শাহরুখের সঙ্গে ফোনে যোগাযোগ রাখা করন জোহর তাই দ্রুত ফিরেছেন মুম্বাইয়ে। বন্ধু পোশাকশিল্পী মনীশ মলহোত্রাকে নিয়ে মুম্বাই বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়েই সোজা গাড়িতে ওঠেন দু’জন। এর আগে শাহরুখের সঙ্গে সম্পর্কে কিছু সময়ের ছেদ পড়েছিল করনের। তখন শাহরুখের স্ত্রী গৌরী এবং সন্তানদের সঙ্গে সময় কাটাতেন পরিচালক। এমন বিপদে যে খান পরিবারের পাশেই থাকবেন তিনি, তা বলাই বাহুল্য।
এসএ//এমএইচ