।।বঙ্গকথন প্রতিবেদন।।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশে ৭ দিনের জন্য লকডাউন জারি করে সরকার। সংক্রমণ বৃদ্ধি পেতে থাকায় আরও এক সপ্তাহের জন্য কঠোর লকডাউনের সুপারিশ করেছে বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের পরামর্শে সরকার সারাদেশে আরও এক সপ্তাহের জন্য কঠোর লকডাউনের চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার ১৯ এপ্রিল ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংকালে এ কথা জানান। তিনি বলেন, জীবন ও জীবিকার প্রয়োজনে ঈদের আগে সর্বাত্মক লকডাউন শিথিলেরও চিন্তা-ভাবনা করছে সরকার। উল্লেখ্য, গত ১৪ এপ্রিল সারাদেশে শুরু হওয়া এ সর্বাত্মক লকডাউন চলবে ২১ এপ্রিল পর্যন্ত।
এসএফ