||সংস্কৃতির মঞ্চ প্রতিবেদন||
ভারতের রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) সঙ্গে তালেবানের তুলনা করায় প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও কবি জাভেদ আখতারকে হুমকি দিয়েছেন বিজেপি নেতা রাম কদম। আফগানিস্তান ইস্যুতে জাভেদ আখতারের করা মন্তব্যের জন্য জাভেদকে হাতজোড় করে ক্ষমা চাইতে হবে বলেও দাবি তার। শনিবার টুইট করে মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদম বলেছেন ‘জাভেদ আখতারের মন্তব্য শুধু লজ্জাজনক নয়, তা সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ এবং তাদের কোটি কোটি অনুগামীর কাছে দুঃখজনক ও আপত্তিকর।’
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, ৩ সেপ্টেম্বর জাভেদ আখতার এক সাক্ষাৎকারে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) সাথে তালেবানের তুলনা করে বলেন, ‘তালেবান যেমন ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তেমন আর এক দল মানুষ হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছে। এদের মানসিকতাও এক রকম। তা মুসলিম, খ্রিস্টান, ইহুদি বা হিন্দু যে-ই হোক না কেন। তালেবান বর্বর। ওদের কার্যকলাপ নিন্দনীয়। কিন্তু যারা আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলকে সমর্থন করেন, তাদের মানসিকতাও কিছু আলাদা নয়।’ জাভেদ আখতারে এমন মন্তব্য নিয়ে মাঠে নেমেছে বিজেপি নেতা রাম কদম ও তার দল। তিনি বলেছেন, জাভেদ আখতার যদি আরএসএসের কাছে ক্ষমা না চান, তাহলে তার সঙ্গে সম্পর্ক আছে এমন কোনো সিনেমা প্রদর্শন করতে দেয়া হবে না।
এসবি//এমএইচ//