দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে চলমান বিধিনিষেধের মধ্যে চলছে ব্যাংকের কার্যক্রম। তবে স্বাস্থ্যবিধি মেনে সিমীত পরিসরে খোলা থাকছে ব্যাংকগুলো।তৃতীয় বারের মধ্যে আবারো ব্যাংকের কার্যক্রমের সময় বাড়ানো হলো বেলা ৩টা পর্যন্ত।
এ বছর লকডাউন ঘোষনার পর ব্যাংক বন্ধ রাখার কথা হলেও পরবর্তিতে সিমীত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। এ নির্দেশনা অনুযায়ী সকাল ১০ থেকে ১.৩০ পর্যন্ত ব্যাংক খোলা রাখার কথা জানানো হয়্
এরপর আবারো বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন থেকে জানানো হয় ব্যাংকের সময় বাড়ানোর কথা। এবার ৩০ মিনিটি বাড়িয়ে ২টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার কথা জানানো হয়। তবে ব্যাংকের আনুষাঙ্গিক কাজ চলবে বেলা ৪ পর্যন্ত।
বহাল থাকা এই সময়কে আবারো বাড়িয়ে ব্যাংকের কার্যক্রম বেলা ৩টা পর্যন্ত করা হয়েছে। তবে ব্যাংকের অন্যান আনুষাঙ্গিক কাজ চলবে বেলা ৪টা পর্যন্ত।
রোববার (৩০ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। এটি দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের ঘোষিত প্রজ্ঞাপন প্রেক্ষিতে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী আগামীকাল সোমবার থেকে ৬ জুন পর্যন্ত সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ সময়ে লেনদেন হবে সকাল ১০টা হতে বিকেল ৩টা পর্যন্ত। আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদন হবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।