২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিলম্ব ফি ছাড়া আগামী ২৩ জুন পর্যন্ত ফরম পূরণের সময় আবারও বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (১৫ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ফরম পূরণের সময় আগামী ১৫ জুন থেকে ২৩ জুন পর্যন্ত বর্ধিত করা হলো। শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে ফি জমা দেয়ার শেষ তারিখ ২৪ জুন।নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণের সব কাজ সম্পন্ন করতে বলা হয়েছে ।পরে ফরম পূরণের আর কোনো সুযোগ থাকবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পরীক্ষার ফরম পূরণের জন্য বোর্ড নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে বোর্ড থেকে।
করোনা সংক্রমন বৃদ্ধির কারনে ৪ এপ্রিল বিধিনিষেধ জারি করা হয় এতে চলমান এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম নিয়ে আপত্তি তোলেন শিক্ষক, শিক্ষার্থী ও স্কুল কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে ৫ এপ্রিল এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম স্থগিত করা হয়।
ওই সময় বাদ পড়ায় গত ২২ মে থেকে ২৯ মে পর্যন্ত কোন রকম বিলম্ব ফি ছাড়ায় অনলাইনে ফরম পূরনের সুযোগ দেয়া হয়। এরপর আবারো সেই সময় বাড়িয়ে ২৩শে জুন পর্যন্ত নির্ধারন করেছে শিক্ষা বোর্ড।