ডেভিড ও রাসেলের নতুন সিনেমায় নাম লিখিয়ে আবারও বড় পর্দায় ফিরে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী টেইলর সুইফট।
তার সঙ্গে সিনেমাটিতে অভিনয় করছে মার্গট রবি, ক্রিশ্চান বেল, জন ডেভিড, রামি মালেক, জো সালডানা, আনিয়া টেলর-জয়, ক্রিস রক, মাইক মাইয়ার্স, রবার্ট ডি নিরো, মাইকেল শ্যানন এবং টিমোথি অলিফ্যান্টের মতো তারকারা।
সিনেমাটি প্রযোজনা করছেন নিউ রেজেন্সি। চলচ্চিত্রটির শিরোনাম, পাশাপাশি প্লটের বিবরণগুলি থেকে শুরু করে সবই গোপন রাখা হয়েছে আপাতত।
তবে অনেক গোপনীয়তার মধ্যেও জানা গেল সিনেমাটিতে চমক নিয়ে হাজির হবেন টেইলর সুইফট।
এর আগে ২০১০ সালের রোমান্টিক কমেডি ‘ভ্যালেন্টাইনস ডে’র মাধ্যমে সুইফট তার চলচ্চিত্রে অভিষেক ঘটিয়েছিলেন।