|| বঙ্গকথন প্রতিবেদন ||
করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ সংক্রমণের কারণে দেশে আপাতত লকডাউনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তবে সীমান্ত বন্ধ না হলেও ল্যাব পরীক্ষার ওপর জোর দিচ্ছে সরকার।
রোববার সকালে সাভারের বাংলাদেশ ইন্সটিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের নির্মাণাধীন ভবন পরিদর্শনের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। মৃত্যুহার শূণ্যের কোঠায় নামাতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের সংক্রমিত হয়ে দেশে না আসার অনুরোধ জানান।
এসএ//এমএইচ