||বিদেশ-বিভূঁই প্রতিবেদন||
অধিকার আদায়ের দাবিতে আন্দোলনে নামা নারীদের এলোপাথাড়ি চাবুক মারছেন তালেবান সদস্যরা। বাদ যাচ্ছে না তাদের আশপাশে থাকা পুরুষরাও। সম্প্রতি আফগানিস্তানের কার্ত-ই-শার এলাকার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিও ধারণকারী ভুক্তভোগীর বরাতে স্থানীয় গণমাধ্যম জানায়, গেলো সপ্তাহে ‘কার্ত-ই-শার’ এলাকায় অধিকার আদায়ের আন্দোলনে নামেন নারীরা। এ সময় তাদের প্রতিহতে তালেবান সদস্যরা চাবুক দিয়ে এলোপাথাড়ি মারতে থাকে। রাস্তায় দাঁড়িয়ে থাকা পুরুষরাও পাননি নিস্তার। মার খেতে হয়েছে পরিচয় প্রকাশে অনিচ্ছুক ভিডিও ধারণকারীকেও। তার ক্যামেরা ভেঙ্গে ফেলে তালেবান সদস্যরা। তালেবান সদস্যরা মোবাইলসহ ধরতে গেলে ওই ব্যক্তি পালিয়ে যায়। পরে মোবাইলের ভিডিও প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এমএইচ//