।।বঙ্গকথন প্রতিবেদন।।
মোসারাত জাহান মুনিয়া মৃত্যুর ঘটনায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে গ্রেফতার করে শাস্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলা কমিটি রবিবার দুপুর ১২টায় শহরের জিরো পয়েন্ট সাতমাথায় এসব কর্মসূচি পালন করে।
মানববন্ধন চলাকালে মহিলা ফোরামের জেলা আহবায়ক দিলরুবা নূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, মুনিয়ার মৃত্যুর ঘটনায় তার বোন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহানকে আসামী করে মামলা করলেও তাকে গ্রেফতার করেনি পুলিশ। আমলযোগ্য অপরাধে আসামীকে গ্রেফতারের কথা থাকলেও স্বরাস্ট্রমন্ত্রী তদন্ত পর্যন্ত অপেক্ষা করতে বলছেন। এতে নারীর জীবনের নিরাপত্তা দিতে না পারলেও অপরাধীর পক্ষে অবস্থান স্পষ্ট করেছেন স্বরাস্ট্রমন্ত্রী। নেতৃবৃন্দ দ্রুত আসামীকে গ্রেফতার করে মুনিয়ার মৃত্যুর সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিচার সম্পন্ন করার দাবী জানান।
এসএফ