|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
মিয়ানমারের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে সাদা ব্লাউজ ও বাদামি রঙের ডোরাকাটা কয়েদির পোশাকে আদালতে হাজির করা হয়েছে। আদালতের কার্যক্রম সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
‘গণ অসন্তোষে উসকানি’ এবং ‘কোভিড বিধি ভাঙার’ অভিযোগে রুদ্ধদ্বার বিচারে এ মাসেই সু চি কে চার বছরের কারাদণ্ড দিয়েছিল জান্তা সরকার।
পরে সেই সাজা কমিয়ে দুই বছর করা হয় এবং সেই সঙ্গে এও জানানো হয়েছিল, বর্তমানে অজ্ঞাত যে স্থানে সু চিকে আটকে রাখা হয়েছে, সেখানেই তিনি সাজা খাটবেন। তাকে কারাগারে পাঠানো হবে না।
কিন্তু শুক্রবার সু চিকে তার চিরাচরিত পোশাক নয়, বরং মিয়ানমারের কয়েদির পোশাক- সাদা ব্লাউজ আর বাদামি লুঙ্গি- পরে আদালতে হাজির হতে দেখা গেছে। তবে তার হাতে কোনও হাতকড়া লাগানো ছিল না।
প্রসঙ্গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। সেদিনই সু চি ও তার দলের অন্যান্য শীর্ষ নেতাদের গ্রেফতার করা হয়। সু চিকে তখন থেকেই বন্দি করে রাখা হয়েছে।
জেটি//এফএস