দুর্দান্ত অভিনয় দিয়ে খ্যাতি অজর্ন করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। মডেল হিসেবে যাত্রা শুরু করলেও চলচ্চিত্রেই বেশি ব্যস্ত থাকেন তিনি। মনের মতো হলে মাঝেমধ্যে কিছু বিজ্ঞাপনে কাজ করেন।
সম্প্রতি আদনান আল রাজীবের পরিচালনায় প্রথমবার কোনো কাজ করলেন জয়া। রাজধানীর বনশ্রীতে নাইন এন্ড অ্যা হাফ স্টুডিওতে ২০ জুন শেষ হয়েছে এর শুটিং এমনটায় জানালেন নির্মাতা আদনান আল রাজীব।
তিনি জানান, প্রোডাক্টের বিষয়ে এখনই কিছু বলা যাবে না। ক্যাম্পেইন শুরু করার আগে ইউনিট্রেন্ড এজেন্সি থেকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। শিগগিরই এটি প্রচারে আসবে।
‘এবারই প্রথম জয়া আহসানের সঙ্গে কাজ করা হলো। উনি এত বেশি কমফোর্টেবল যে, ছোট-বড় সবার সাথেই খুব আপনভাবে মিশে যান।
নির্মাতা আরও জানান, গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে খুবই সুন্দর করে সেট বানানো হয়েছে। আর্ট ডিরেকশনে ছিলেন শহিদুল এবং ক্যামেরায় কামরুল হাসান খশরু। শুটিং শেষে মুম্বাইয়ের গ্রেড এন্ড মিউজিকে এটির পোস্ট প্রোডাকশন হবে।