পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের টিকটক তারকা হামিদুল্লাহ। টিকটকে ভিডিও বানাতে গিয়ে ভুল করে নিজের মাথায় নিজেই গুলি চালিয়ে মারা গেলেন তিনি। তার বয়স হয়েছিলো ১৯ বছর৷
পুলিশ সূত্রে খবর, যারা ভিডিও করছিলেন, ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই সেই বন্ধুরা স্থানীয় হাসপাতালে নিয়ে যান হামিদুল্লাহকে। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে।
নেটমাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে দ্রুত গতিতে।
পুলিশের কাছ থেকে জানা গিয়েছে, ভিডিওতে দেখা গিয়েছে, হামিদুল্লাহ প্রথমে বন্দুকে গুলি ভরছে। তার পর মজা করে আত্মহত্যা করার নাটক করতে গিয়ে গুলি চালিয়ে দেন। সরাসরি মাথায় গুলি লাগায় স্পটেই তার মৃত্যু হয় তার।