আজ থেকে শুরু হলো ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। সকাল ন’টায় বগুড়া পৌরসভায় এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জিয়াউল হক।
জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ক্যাম্পেইনের উদ্বোধনের পর থেকে বগুড়ার ১২ উপজেলায় দুই হাজার ৭ শ’ ছিয়াশি টি কেন্দ্রে স্বাস্থ্য বিধি মেনে চলছে ভিটামিন – এ ক্যাপসুল খাওয়ানোর এ কার্যক্রম৷
এবার, জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৫৭ হাজার ৪ শ’ ৩৪ জন শিশুকে নীল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৩৯ হাজার ৪ শ’ ৭০ জন শিশুকে খাওয়ানো হবে লাল রঙের জাতীয় ভিটামিন এ ক্যাপসুল৷
আজ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ১৯ জুন পর্যন্ত। বগুড়ায় ১৪ দিনব্যাপী চলা এই ক্যাম্পেইনে কেন্দ্রগুলোতে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা৷, সিভিল সার্জন ডাঃ গউসুল আজিম চৌধুরীসহ আরো অনেকে।