প্রতিটি খেলোয়াড় এর স্বপ্নেই আইপিএল থাকে। বেশির ভাগ খেলোয়াড় এই টুর্নামেন্ট খেলার জন্য নিজের দেশের খেলাকেও না বলতে দুইবার ভাবেনা । কারন আইপিএল এ আছে কাড়িকাড়ি টাকা।
ইংল্যান্ড জাতীয় দলের উইকেট রক্ষক ও ব্যাটসম্যান বাটলার বলছেন ভিন্ন কথা, “তার কাছে আই পি এল এর চেয়ে দেশের হয়ে খেলার গুরুত্ব বেশি। আই পি এল এর দ্বিতীয় আসড় চলার সময় আমাদের দুটি আন্তর্জাতিক সিরিজ রয়েছে, টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশে এবং সেপ্টেম্বর-অক্টোবর এ পাকিস্থান এর সাথে ইংল্যান্ড এ । তাই ব্যাক্তিগতভাবে রাজস্থান রয়্যালসের হয়ে না খেলে নিজের দেশকেই প্রাধান্য দিব।”
সাধারনত আইপিএল এর সময় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট থাকেনা । ফলে প্রায় সব দেশের নামী ক্রিকেটাররা অংশ নিতে পারে এই টুর্নামেন্ট এ ।
কিন্তু এবারের বিষয়টা ভিন্ন, কোভিড ১৯ এর কারনে আইপিএল মাঝপথেই বন্ধ করতে বাধ্য হয় ভারতীয় ক্রিকেট বোর্ড । সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর-অক্টোবরের দিকে দুবাইয়ে বসতে যাচ্ছে আইপিএলের স্থগিত আসর।