||রাজ-কথন প্রতিবেদন||
আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি-এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা জানান।
মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের অধীনে স্বাধীন নির্বাচন কমিশন গঠন সম্ভব নয়। আওয়ামী লীগ আর বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। জনগণের মুখে মুখে এখন বিএনপি। তিনি আরো বলেন, আওয়ামী লীগকে সরকার থেকে পদত্যাগ করতে হবে। বিএনপিকে নিয়ে নয় আওয়ামী লীগকে নিজেদের নিয়ে ভাবার পরামর্শ দেন বিএনপির এই নেতা।
এমএইচ//