||বঙ্গকথন প্রতিবেদন||
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তানভির আলম তুষারের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে তার বাড়ি থেকে। বৃহস্পতিবার নগরীর সাহেবগঞ্জ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে নিজের ফেসবুক স্ট্যাটাসে তুষার লেখেন, ‘আই কুইট ফরেভার’।
তুষারের বাবা মহসিন মিয়া জানান, করোনাকালীন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন তানভীর। জুয়া খেলাকে কেন্দ্র করে ঋণগ্রস্ত হবার বিষয়টি পরিবার জানার পর এসব পরিশোধ করতে পরিবার থেকে অসম্মতি জানানো হয়। এরপর নতুন ল্যাপটপ বিক্রি করে দিয়ে কিছু টাকা শোধ হলেও আরো বেশ কিছু ঋণ ছিলো তার।বুধবার রাতে এনিয়ে বাবার সাথে বাকবিতণ্ড হয় তুষারের। বৃহস্পতিবার সকাল থেকে ছেলের কোনো সাড়াশব্দ না পেয়ে কক্ষের ছিদ্র দিয়ে পরিবেরার সদস্যরা দেখেন, সিলিংয়ের বাঁশের সঙ্গে বিদ্যুতের তার পেঁচিয়ে আত্মহত্যা করেছেন তুষার।
এসএ//এমএইচ