||খেলার মাঠ প্রতিবেদন||
বিভিন্ন ক্যাটাগরিতে ২০২১ সালের সেরা খেলোয়াড়দের মনোনয়ন তালিকা প্রকাশ করতে শুরু করেছে আইসিসি। ওয়ানডেতে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচনে মোট চার ক্রিকেটারকে মনোনয়ন দেয়া হয়েছে। আইসিসির এই মনোনয়নে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান। আজ নিজেদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করেছে আইসিসি।
বাংলাদেশ দল থেকে সাকিব আল হাসানসহ মনোনয়ন পেয়েছে—পাকিস্তানের ওপেনার বাবর আজম, দক্ষিণ আফ্রিকা থেকে ইয়ানেমান মালান ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং।
২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে পারফরম্যান্সের বিচারে আইসিসির অ্যাওয়ার্ডস প্যানেল এই তালিকা তৈরি করেছে। আগামী ১৭-১৮ জানুয়ারিতে এই পুরস্কার ঘোষণা করা হবে।
২০২১ সালে ওয়ানডেতে ৯ ম্যাচে ৩৯.৫৭ গড়ে ২৭৭ রান করেছেন সাকিব। দুটি অর্ধশতক আছে এর মধ্যে। ১৭.৫২ গড়ে নিয়েছেন ১৭ উইকেট। বছরের শুরুতে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতানো পারফরম্যান্স করেন এই অলরাউন্ডার।
এসএ//এফএস