||খেলার মাঠ প্রতিবেদন||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসর শুরু হচ্ছে আগামী ৯ এপ্রিল থেকে। এবারের আসরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তবে শুরু থেকে তাকে পাচ্ছে না রাজস্থান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের নতুন আসর শুরুর আগেই একের পর এক সমস্যায় পড়ছে রাজস্থান রয়্যালস। হাতের ইনজুরির কারণে তাদের দলের ইংলিশ পেসার জোফরা আর্চার ছিটকে গেছেন প্রথম চার ম্যাচ থেকে। এবার বাংলাদেশ দলের পেসার মোস্তাফিজুর রহমানকেও প্রথম ম্যাচে পাবে না রাজস্থান।
আগামী ১২ এপ্রিল এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলবে রাজস্থান, প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে আগামীকাল (৪ এপ্রিল) বেলা ১১টায় বাংলাদেশে নামবেন মোস্তাফিজুর রহমান। যে কারণে ১২ এপ্রিল ম্যাচ খেলার অনুমতি না পাওয়ার সম্ভাবনাই বেশি তার।

কেননা দেশের ফেরার পর ৫ এপ্রিলও ভারত চলে যান মোস্তাফিজ, সেখানে গিয়ে তাকে থাকতে হবে ৭ দিনের রুম কোয়ারেন্টাইনে। যা শেষই হবে ১২ এপ্রিল। আর সেদিনই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঞ্জাবের মুখোমুখি হবে রাজস্থান। ফলে সেই ম্যাচে খেলা হবে না মোস্তাফিজের।
শুধু তাই নয়, ১৫ এপ্রিল রাজস্থানের দ্বিতীয় ম্যাচেও মোস্তাফিজের খেলা নিয়ে সংশয় থেকেই যাবে। তবে কোনোরকমের বাধা-বিপত্তি ছাড়াই রুম কোয়ারেন্টাইন পর্ব সারতে পারেন মোস্তাফিজ, তাহলে ১৫ এপ্রিল দিল্লি ক্যাপিট্যালসের বিপক্ষে ম্যাচে তাকে দেখা যেতেও পারে।
আইপিএলের এবারের নিলাম থেকে ১ কোটি রুপিতে মোস্তাফিজকে কিনে নিয়েছে রাজস্থান। ২০১৬ সালের আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম আইপিএলে খেলেন তিনি। সেবার আইপিএলের একমাত্র বিদেশি খেলোয়াড় হিসেবে জেতেন আসরের উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। এছাড়া মুম্বাই ইন্ডিয়ানসের হয়েও আইপিএল খেলেছেন মোস্তাফিজ।