|| বঙ্গকথন প্রতিবেদন ||
আইনবহির্ভূতভাবে তামিমা সুলতানাকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় ক্রিকেটার নাসির হোসাইন, তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি এবং তাম্মির মা সুমি আক্তার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।
রোববার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম ১০ হাজার টাকা মুচলেকায় এই জামিন মঞ্জুর করেছেন।
৩০ সেপ্টেম্বর ক্রিকেটার নাসির, তামিমা সুলতানা ও তার মা সুমি আক্তারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
তদন্ত প্রসঙ্গে পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, তালাক না হওয়ার তথ্য জানা সত্ত্বেও তালাক হয়েছে, এমন তথ্য প্রচার করায় ক্রিকেটার নাসিরসহ বাকিদের বিরুদ্ধে মানহানির অভিযোগ আনা হয়েছে প্রতিবেদনে।
২৪ ফেব্রুয়ারি আইনবহির্ভূতভাবে বিয়ের অভিযোগে নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানার বিরুদ্ধে মামলা করেন তামিমার ‘সাবেক স্বামী’ রাকিব হাসান।
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার একটি রেস্তোরায় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এসএ//এমএইচ