||উপজেলা প্রতিবেদক, কাহালু (বগুড়া)||
অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির দায়ে বগুড়ার কাহালুতে দুই সেমাই কারবারিকে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার উপজেলার শেখাহার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা এবং আশরাফুর রহমান।
আশরাফুর রহমান জানান, শেখাহার এলাকায় সিয়াম লাচ্ছা সেমাই ও নাইম রুমন লাচ্ছা সেমাই কারাখানায় অভিযান চালান তারা। সেখানে হ্যান্ড গ্লোভস ও মাথার ক্যাপ পরিধান না করে শ্রমিকরা অস্বাস্থ্যকর পরিবেশে মেঝেতে ময়দার খামির বানিয়ে সেমাই তৈরি করছিলো।এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংক্রামক রোগ আইনের ৩টি মামলায় সিয়াম লাচ্ছা সেমাই কারখানাকে ১৫ হাজার এবং নাইম রুমন লাচ্ছা সেমাই কারখানাকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
উপজেলা//এমএইচ