অস্কারের ৯৩ বছরের ইতিহাসে প্রথম এশীয় নারীর হাতে সেরা পরিচালকের পুরস্কার উঠল বিশ্ব চলচ্চিত্র উৎসব মাতানো ‘নোম্যাডল্যান্ড’ ছবিটির জন্য। এই ছবির সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
ধন্যবাদ জানিয়ে ক্লোয়ি ঝাও বলেছেন, ‘জীবনে এমন সিনেমা বানানোর অভিজ্ঞতা একবারই হয়।’ সেরা সিনেমা, সেরা অভিনেত্রী, সেরা পরিচালকসহ এই ছবি পেয়েছিল ছয় ছয়টি মনোনয়ন। ‘গোল্ডেন গ্লোব’, ‘বাফটা’-তেও সেরা পরিচালকের ট্রফি গিয়েছে তাঁর বাড়িতে।
জীবনসঙ্গী জসুয়া, তিনটি মুরগি আর দুটি কুকুর নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওঝাইতে ক্লোয়ি ঝাওয়ের বাস। তবে ৯৩ বছরের ইতিহাসের তুলনায় খুব বেশি দিন হয়নি নারী পরিচালকের অস্কার স্পর্শের। এর আগে ২০০৯ সালে ‘দ্য হার্ট লকার’ ছবিটি পরিচালনার সুবাদে প্রথম নারী পরিচালক হিসেবে অস্কার হাতে তুলেছিলেন ক্যাথরিন বিগলো।
ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ‘নোম্যাডল্যান্ড’–এর প্রদর্শিত হওয়ার পরই সাড়া পড়ে যায় এই ছবি নিয়ে। স্পটলাইটে আসেন ক্লোয়ি ঝাও। পরিচালক হিসেবে এটি তাঁর তিন নম্বর ছবি। এর আগে তাঁর পরিচালনায় ২০১৫ সালে ‘সংস মাই ব্রাদার টট মি’ ও ২০১৭ সালে ‘দ্য রাইডার’ মুক্তি পেয়েছিল। ২০২১ সালে মুক্তি পাবে তাঁর চতুর্থ ছবি, কেভিন ফ্রিজের প্রযোজনায় ‘মার্ভেলস’–এর সুপারহিরো ছবি ‘দ্য এটারনালস’।