|| বঙ্গকথন প্রতিবেদন ||
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার মাওলানা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দেয়া বাণীতে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ভাসানীর আদর্শিক ঐক্য ও রাজনৈতিক ঘনিষ্ঠতা ছিলো উল্লেখ করে বলেন, শোষন-নিপীড়ন, গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক দেশ গড়তে আজীবন সংগ্রাম করে গেছেন তিনি৷ বাঙালির জাতিসত্তা বিকাশ ও পাকিস্তানি ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে জোরালো কণ্ঠস্বর এই মহান নেতা ১৯৭৬ সালের ১৭ নভেম্বর মৃত্যুবরণ করেন।
এসএ//আরজে