||খেলার মাঠ প্রতিবেদন||
বাংলাদেশের প্রথম ইনিংসে কেউ অর্ধশতকের দেখা পাননি। সাকিবের ব্যাট থেকেই এসেছিল সর্বোচ্চ ৩৩ রান। দ্বিতীয় ইনিংসে অর্ধশতক তুলে নিলেন সাকিব। এই টেস্টে এটাই বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের প্রথম অর্ধশতক।
দুঃসময়ে দলের ভরসা হয়ে দাঁড়িয়ে অর্ধ-শতকের দেখা পেল । এটি তার ২৬তম টেস্ট ফিফটি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন সাকিব (৫৫) ও মেহেদি হাসান মিরাজ (৯)।
ঢাকা টেস্টে ফলোঅনে পড়া বাংলাদেশকে পথ দেখাচ্ছেন সাকিব। টাইগাররা এখনো পিছিয়ে আছে ২৬ রানে। ২১৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসের শুরুতে মাত্র ২৫ রানে চার টপ-অর্ডারকে হারায় বাংলাদেশ। এরপর মুশফিকুর রহিমের সঙ্গে ৭৩ রানের জুটি গড়েন লিটন দাস। দুজনের ব্যাটে প্রাথমিক ধাক্কা সামাল দেয় বাংলাদেশ।
সাজঘরে ফেরার আগে ৮১ বলে ৭ চারে ৪৫ রান করেন লিটন। আত্মঘাতি রান-আউট হওয়ার আগে মুশফিকের ব্যাট থেকে আসে ৪৮ রান। ৭ উইকেটে ৭৬ রানে পঞ্চম ও শেষদিন শুরু করে বাংলাদেশ। তার সঙ্গে ১১ রান যোগ হতেই শেষ হয়ে যায় স্বাগতিকদের প্রথম ইনিংস।
ঢাকা টেস্টের দ্বিতীয় ও তৃতীয়দিন চলে গেছে বৃষ্টির পেটে। তারপরও হারের সম্মুখে বাংলাদেশ। চতুর্থদিনে এসে ৪ উইকেটে ৩০০ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান।
এসএ//এফএস